সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Election: একগুচ্ছ দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ

Riya Patra | ১৪ এপ্রিল ২০২৪ ২২ : ২২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: সামনে ভোট। তার আগে একগুচ্ছ দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের ডেপুটেশন গ্রহণ করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। ভোটকর্মী ও ভোটারদের নিরাপত্তার জন্য ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ও প্রেস নোট জারি, ভোটকর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি ও ফাঁস হওয়া তথ্য বাতিল করে নতুন তালিকা তৈরি, শারীরিক প্রতিবন্ধীদের বেআইনিভাবে দেওয়া ভোটের ডিউটি প্রত্যাহার, ভোট কর্মী, গণনা কর্মী এবং বিএলও-দের রেমুনারেশন ও ভাতা বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে আজ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায়। তারপর ডেপুটেশন গ্রহণ করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।  

এবার প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে দিব্যেন্দু দাস তাঁদের আশ্বাস দিয়েছেন বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, "দিব্যেন্দুবাবুর আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঞ্চের পক্ষে দাবি জানানো হয় যে, ২০১৯ সালের মতো ভোট কর্মীদের উদ্দেশে "প্রেস নোট" জারি করতে হবে। পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হবে, যা এআই দ্বারা কন্ট্রোল করা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। "




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24